

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার চৌদ্দগ্রাম ফুলমুড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগারের শুভ উদ্বোধন এবং গ্রামবাসীর সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মুঃ বেলাল হোসাইন মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি মু সাহাব উদ্দিন,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জজ কোর্টের সিনিয়র সহকারী জজ মোশারফ হোসেন রাসেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত ইসলামের কর্ম পরিষদ ও সুরা সদস্য নূরে আলম মিয়াজী, কুমিল্লা জজ কোর্টের এপিপি এডভোকেট মু সাইদুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের মোটিভেশনাল স্পিকার ও এডভোকেট আল মামুন রাসেল,
মুন্সিরহাট ইউনিয়ন জামায়াত ইসলামের সেক্রেটারি মু. সাখাওয়াত হোসেন শামীম, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আব্দুস সালাম মোহন, বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক খোরশেদ আলম মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াত নেতা বাবর মোল্লা। ইফতার শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে পাঠাগারটি উদ্ভোধন করা হয়।