

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, হাসপাতাল ও এতিমখানায় ঐতিহ্যবাহী বাঙ্গালী খাবার পরিবেশের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন। জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩২ এর অনুষ্ঠান শুরু হয়।
সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ঢোল বাদ্য বাজিয়ে বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী সাজে সজ্জিত শোভাযাত্রা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদে শেষ হয়।
এরপর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ শিল্পকলা একাডেমি চৌদ্দগ্রাম, সিএফসিসি, ফুলকলি ও স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার নিশাত তাবাসসুম, সহকারী কমিশনার(ভূমি) জাকিয়া সারোয়ার লিমা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোবায়ের আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন, মুক্তিযোদ্ধা বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী, প্রাণী সম্পদ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন সাগর।