

প্রতিবেদকঃ কুমিল্লার বুড়িচং চান্দসার হাজী মোকসুদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২৫ অনুষ্ঠিত। ১২ ফেব্রুয়ারী বুধবার বিদ্যালয় মাঠে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছো। অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও অনুষ্ঠানের সভাপতি শাহিনুল ইসলাম, এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানর কার্যক্রম আরম্ভ হয়। বিশিষ্ট সাংবাদিক একুশে বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাখাওয়াৎ হাফিজের সঞ্চলনায় প্রধান অতিথি বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত দিলেন আবদুল মান্নান বুড়িচং মাধ্যমিক শিক্ষা অফিসার। অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোঃ নূরুল ইসলাম ভূঁইয়া,সাংবাদিক প্রভাষক মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা সহ. শিক্ষক জামাল হোসেন, ছিদ্দিকর রহমান, হাবিবর রহমান, সাংবাদিক নজরুল ইসলাম, অভিভাবক সদস্য মোঃ আলিম প্রমূখ। প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিদের কাছ থেকে বিজয়ীরা পুরস্কার গ্রহন করে থাকে।