

প্রতিবেদকঃ কুমিল্লার বুড়িচং মডেল একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরন ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অনুষ্ঠানের সভাপতি মোঃ কবির হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল মান্নান, ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজের অধ্যক্ষ আবু তাহের, একাডেমীর সম্মানিত সদস্য অধ্যাপক আবদুল আউয়াল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ ফেরদাউস আহমেদ। অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফয়েজ আহমেদ মাষ্টার, সাংবাদিক প্রভাষক মোহাম্মদ ইকবাল হোসেন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, সহঃ শিক্ষক আঃ রহিম, দীপক চন্দ্র কর্মকার, মোঃ নূরুল হুদা, মোঃ নূরুল ইসলাম, মোঃ যোবায়ের হোসেন, মোঃ রাজিবুল ইসলাম, মোঃ সাইয়্যেদুল মোরসালিন ও মোঃ নেয়ামত উল্লাহ প্রমূখ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।