

হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) IEEE HSTU Student Brunch এর আয়োজনে ১০ দিন ব্যাপি ‘Solidworks Basic to Advance’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়৷
উক্ত কর্মশালা ১লা ডিসেম্বর ২০২৪ এ শুরু হয়ে একটি কনটেস্টের মাধ্যমে শেষ হয়।
কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ১৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) Solidworks Contest এর মাধ্যমে মূল্যায়ন করা হয়। আয়োজিত কনটেস্টে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
উল্লেখ্য, IEEE HSTU Student Branch ২০১৭ সালে তাদের যাত্রা শুরু করে। IEEE হলো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এবং প্রফেশনালদের জন্য বিশ্বের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম যেখানে ৪,০০,০০০ এরও বেশি পেশাদার এবং ৭০,০০০ এর বেশি ছাত্র সদস্য রয়েছে।
‘𝑨𝒅𝒗𝒂𝒏𝒄𝒊𝒏𝒈 𝑻𝒆𝒄𝒉𝒏𝒐𝒍𝒐𝒈𝒚 𝒇𝒐𝒓 𝑯𝒖𝒎𝒂𝒏𝒊𝒕𝒚’ এই উদ্দেশ্যটি ধারণ করে, ইনস্টিটিউটটি এক শতাব্দীরও বেশি সময় ধরে সমস্ত উপলভ্য সংস্থান সহ প্রযুক্তির অগ্রগতির জন্য কাজ করে চলছে।