

ক্যাম্পাস প্রতিনিধি, হাবিপ্রবি: “Break Down Barrier, Boost Up Career” এই স্লোগানকে ধারণ করে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষামূলক সংগঠন “হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাব” এর ৭ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
৫ জানুয়ারি (রবিবার) ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোঃ মোর্শেদুল হক মোর্শেদ (২০)কে সভাপতি এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মোঃ ইয়াসির আরাফাত অর্ণব (২০)কে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসানকে প্রধান উপদেষ্টা করে একটি উপদেষ্টা প্যানেল গঠন করা হয়৷
নবনির্বাচিত সভাপতি মোঃ মোরশেদুল হক বলেন, হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের প্রতি কৃতজ্ঞতা আমাকে দায়িত্ব দেওয়ার জন্য। ইনশাআল্লাহ্ আমি আমার উপর অর্পিত দায়িত্ব ভালোভাবে পালন করবো এবং ক্লাবের সাধারণ সম্পাদক সহ সকল সদস্যদের কাছে অনুরোধ থাকবে আমাকে সহযোগিতা করার জন্য।
এছাড়াও নতুন কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইয়াসির আরাফাত অর্ণব বলেন, সর্বপ্রথম আমি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ্তালার। সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের প্রতি। এবং অভিনন্দন জানাচ্ছি সপ্তম কার্যনির্বাহী কমিটির সবাইকে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় “হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাব” কে আমরা অনেকদূর নিয়ে যাব ইনশাআল্লাহ্!
প্রসঙ্গত, “হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাব” সাপ্তাহিক ইংরেজি সেশন ও পরীক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের ক্যারিয়ার রিলেটেড সভা-সেমিনার (অনলাইন বা অফলাইন) আয়োজন করে থাকে।