

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে জগন্নাথদীঘি সোনাপুর (দঃ)পাড়া জামে মসজিদে গ্রামবাসির সম্মানে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহশপতিবার (২৭ মার্চ) বিকালে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পাটি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ।
সোনাপুর জামে মসজিদের খতিব মাওলানা মাওলানা সামিউল মাসুদের সভাপতিত্বে উপস্হিত ছিলেন জাতীয় পাটি চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি সাবেক চেয়ারম্যান আবদুল্লা চৌধুরী পাশা, উপজেলা যুবসংহতির আহবায়ক কাজী সহিদ,সোনাপুর গ্রামের কৃতিসন্তান আবদুল জলিল চৌধুরী, সরাজ হোসেন মজুমদার,সাগর মজুমদার,আবদুল ওয়াব, এমরানুল হক মজুমদার,আবদুল বারেক,রমজান হোসেন বিপ্লব, বিক্রম মজুমদার, দেলোয়ার হোসেন চৌধুরী,টিপু চৌধুরী।