

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : ঢাকা চট্রগ্রাম মহাসড়কের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা চৌদ্দগ্রাম উপজেলা। মহাসড়কের ৪৩ কিলোমিটার অংশ এ উপজেলার উপর দিয়ে বয়ে গেছে। মহাসড়কের গুরুত্বপূর্ণ এ অংশে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে বাড়ি ফেরা মানুষদের যাত্রা নির্বিঘ্নে করণে বদ্ধপরিকর উপজেলা প্রশাসন। গত ২২শে মার্চ শনিবার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশে অবৈধ ফুটপাত উচ্ছেদ করা হয়েছে। দখলমুক্ত করা হয়েছে বাজার অংশের একাধিক অবৈধ টিনশেড ঘর।
মঙ্গলবার দুপুরে চৌদ্দগ্রাম পৌরসভা মিলনায়তনে চৌদ্দগ্রাম বাজারে এবং মহাসড়কের যানজট নিরসনে একটি সভা অনুষ্ঠিত হয়। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. জামাল হোসেনের সভাপতিত্বে সভায় যানজট নিরসনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। এসময় মনিটরিং টিমের সদস্যদের পরামর্শক্রমে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জানান, ঈদযাত্রায় মহাসড়কে যে কোন ধরনের প্রতিবন্ধকতায় জিরো টলারেন্স দেখানো হবে। মহাসড়কে কোনভাবেই সিএনজি, অটোরিক্সা কিংবা ত্রি-হুইলার চলাচল করতে পারবে না।
মদিনা, যমুনাসহ আন্ত:জেলা বাস সার্ভিসগুলো নির্দিষ্ট ষ্টপেজ ব্যতিত কোনভাবেই বাজার অংশে দাড়াতে পারবে না। মহাসড়কের আশেপাশের উচ্ছেদকৃত ভ্রাম্যমান দোকানগুলো আবারো বসার চেষ্টা করলে তা ভেঙ্গে ফেলা হবে। চৌদ্দগ্রাম বাজার অংশে তরকারী, ফল বিক্রেতা কোন ভ্যান কিংবা পিকআপ দাড়াতে পারবে না। এছাড়াও চৌদ্দগ্রাম বাজার অংশের আশেপাশের গুরুত্বপূর্ণ ইউটার্নগুলো সচল করা হবে। যানজট নিরসনে এসিল্যান্ড অফিস সংলগ্ন সংযোগ সড়কটি সাময়িকভাবে যান চলাচল সংকুচিত করা হবে।
এসময় তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী মহাসড়কে সিএনজি, অটোরিক্সা, থ্রি-হুইলার বন্ধে আমরা বন্ধপরিকর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখি মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। বাংলাদেশ সেনাবাহিনীর টিম, হাইওয়ে পুলিশের টিম, চৌদ্দগ্রাম থানা পুলিশের টিম ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের ২০ জন সদস্য বাজার মনিটরিং ও যানজট নিরসনে নিয়মিত কাজ করবে। ইতোমধ্যেই আমরা মনিটরিং টিমের সদস্যদের নিয়ে একাধিক প্রস্তুতি সভা করেছি। হাইওয়ের বাজার অংশে দায়িত্বপালন করা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের জন্য এক সেট ট্রাফিক পোশাক, মাথার ক্যাপ, হুইসেল এবং হ্যান্ডমাইক ব্যবস্থা করেছি। এছাড়াও দ্রæততর সময়ে স্বেচ্ছাসেবীদের জন্য ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রেরও ব্যবস্থা করা হবে।
মঙ্গলবার বিকেলে উপজেলা বাজার মনিটরিং টিমের সভায় চৌদ্দগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন বোরহান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মঞ্জুরুল ইসলাম, চৌদ্দগ্রাম থানার ভ্রারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহমেদ, মিয়াবাজার হাইওয়ে ফাড়ির ইনচার্জ মো. সাহাবউদ্দিন, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাধারন সম্পাদক বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম পৌরসভার সচিব আলাউদ্দিন, ছাত্র প্রতিনিধি মামুন মজুমদারসহ মদিনা, যমুনা বাস সার্ভিসের প্রতিনিধি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ মনিটরিং টিমের সদস্যবৃন্ধ উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মাঝে ট্রাফিক পোশাক, মাথার ক্যাপ, হুইসেল এবং হ্যান্ডমাইক বিতরণ করা হয়।