

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) পঞ্চগড় জেলা হতে অধ্যায়নরত ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের সম্মিলিত সমিতি ‘দানেশিয়ানস অফ পঞ্চগড়’ এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ই মার্চ) বিশ্ববিদ্যালয়ের নূর হোসেন হলের মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ‘দানেশিয়ানস অফ পঞ্চগড়’ এর পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
পুরাতন কমিটি সম্পূর্ণ বিলুপ্তি ঘটিয়ে দানেশিয়ানস অফ পঞ্চগড়ের নতুন কমিটিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের ২০ ব্যাচের মো: জুবায়ের আল-ইমরান খান কে সভাপতি ও একই ব্যাচের গণিত বিভাগের মো: মোস্তাফিজুর রহমান হৃদয়কে সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়।
নব গঠিত কমিটির আয়োজনে এই ইফতার ও দোয়া মাহফিল সম্পর্কে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ সময়ের পর আমরা পঞ্চগড় জেলার সকলে ইফতার মাহফিলে মিলিত হতে পারে আনন্দিত। নেতৃত্বহীনতায় থাকার কারণে আমাদের ভাতৃত্বের বন্ধনের যে অসম্পূর্ণতা ছিলো তা ধীরে ধীরে পূরণ হবে এই প্রত্যাশা রাখি।