

আহসানুজ্জামান (সোহেল) কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে একের পর এক সিরিয়াল ডাকাতির ঘটনা ঘটছে গত কিছু দুন ধরেই। এসব ডাকাতির ঘটনা রোধে ব্যর্থতার দায়ে মিয়ার বাজার হাইওয়ে থানার ওসি মোঃ জসিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত মহাপরিদর্শক মোঃ খাইরুল আলম।
তিনি বলেন, মহাসড়কে চৌদ্দগ্রাম অংশে সাম্প্রতিক সময়ে ডাকাতির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এ ঘটনা হাইওয়ে পুলিশ উদ্বেগ প্রকাশ করছে। মহাসড়কে ডাকাতির ঘটনা প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে ওসি জসিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, দেশের ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক মহাসড়কে চৌদ্দগ্রাম অংশে গত ২ মাসে বেশকিছু ডাকাতির ঘটনা ঘটে। ১৫ জানুয়ারী মহাসড়কের মিশ্বানী এলাকায় চাল বোঝাই একটি ট্রাক পুলিশ পরিচয়ে ডাকাতি হয়। গত ৮ ফেব্রুয়ারী মহাসড়কের পাশে অবস্থিত মিয়া বাজার মসজিদ মার্কেটে প্রীতি জুয়েলার্স নামে স্বর্ণ দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাত দল গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরন ঘটায়। লুট হয় ৩৫ ভরি স্বর্ণ। ডাকাতদের গুলিতে আহত হন মোশারফ নামে এক ব্যবসায়ী। ২৭ ফেব্রুয়ারী ভোরে ফাল্গুনকরা মাজার নামক স্থানে কুয়েত প্রবাসী নাইমুল ইসলামের বহনকৃত মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। ১লা মার্চ একই জায়গায় মালেশিয়ান প্রবাসী বেলাল হোসেনের বহনকৃত প্রাইভেটকারেও একই কায়দায় ডাকাতির ঘটনা ঘটে। একের পর এক মহাসড়কে এসকল ডাকাতির ঘটনায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ সকল ঘটনায় হাইওয়ে পুলিশের ব্যর্থতার অভিযোগে অবশেষে ওসি মোঃ জসিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।