

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দ্য ডেইলি স্টার ও বিকাশ আয়োজিত দেশের সর্ববৃহৎ পত্রিকা উৎসব ‘নিউজপেপার অলিম্পিয়াড – সিজন ৪’ এর দিনাজপুর জোন আঞ্চলিক পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৫ ফেব্রুয়ারী, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ১ এ আঞ্চলিক পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হয়, যাতে দিনাজপুর জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এমদাদুল হাসান, ন্যাশনাল নিউজপেপার অলিম্পিয়াড এর গুড উইল এ্যাম্বাসেডর মাশফিক এনাম তূর্য, হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি মো: মোরশেদুল হক ও হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক এবং নিউজপেপার অলিম্পিয়াড দিনাজপুর জোনাল কো-অর্ডিনেটর মো: ইয়াসির আরাফাত অর্ণব।
অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসান বলেন, আজকের এই অলিম্পিয়াড আয়োজনে হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাব বিশেষ ভূমিকা রেখেছে। দিনাজপুর জেলা থেকে আগত সকল শিক্ষার্থীরা আমাদের জেলা তথা দেশের মুখ উজ্জ্বল এই আশা রাখি।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: শাসমুজ্জোহা বলেন, এই অলিম্পিয়াড আয়োজনের ব্যাপকতা আজ এখানে না আসলে বুঝতাম না। নিউজপেপার অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সংবাদপত্র পড়ার আগ্রহ জাগ্রত করবে। পত্রিকায় একই সাথে আমাদের রাজনৈতিক চিন্তাধারা থেকে শুরু করে বুদ্ধিবৃত্তিক বিকাশেও সাহায্য করে। এইরকম আয়োজনগুলো আমাদের নতুন প্রজন্মকে আরো বেশি দক্ষ করে গড়ে তুলবে।
অলিম্পিয়াডে সকাল ১০ টায় A, B, C, D ও E গ্রুপের পরীক্ষা শুরু হয়ে বেলা ১১ টায় শেষ হয়। পরীক্ষায় সাধারণ জ্ঞান ও পত্রিকা বিষয়ক প্রশ্ন করা হয়। দিনাজপুর জোনের সিলেকশন রাউন্ডের ফলাফল আগামী সপ্তাহে প্রকাশিত হবে বলে জানানো হয়।