

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশের জনপ্রিয় স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান স্টার লাইল গ্রুপ অব কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান মিষ্টির জগতে অনন্য নাম ষ্টার লাইন সুইটস (৩৩)তম চৌদ্দগ্রাম বাজার শাখা উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর ) বিকালে উপজেলা সদরে চৌদ্দগ্রাম বাজারে পাটোয়ারী মার্কেটে আয়োজিত মিলাদ ও দোয়া মুনাজাত শেষে পিতা কেটে উদ্বোধন করেন পাচরা কালিবাজার মাদ্রাসায় হোসানিয়া দারুল উলুমের মুহতামিম হাফেজ মাওলানা জাকারিয়া।
চৌদ্দগ্রাম বাজার ষ্টার লাইন সুইটস এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হাই চৌধুরী পিয়াসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন এজিএম সুইটস সাইফুল ইসলাম, মার্কেটিং কো-অর্ডিনেটর শফিউল বাসার সজল, কো অর্ডিনেটর মোহাম্মদ মমিন, শোরুম কো অর্ডিনেটর শামীম আহমমদ। চৌদ্দগ্রাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাবেক কমিশনার জাহাঙ্গীর হোসেন, আবু হানিফ চৌধুরী, আলী হায়দার চৌধুরী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জসিম উদ্দিন চৌধুরী, মিজানুর রহমান টিটু, রবিউল হক অভি, মহিউদ্দিন।